ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় দুটি অবৈধ ইটভাটা বন্দের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসাথে ১ লাখ টাকা জরিমানা করেছে ২টি ইটভাটাকে । লাইসেন্স না থাকা ও অবৈধভাবে কাঠ পোড়ানোর অপরাধে অভিযান চালিয়ে ইটভাটা দুটি বন্ধ করে দেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিক।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত মনপুরা ব্রিকস ও এমআরএসআর ব্রিকস নামক ইটভাটা দুটোকে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা ও বন্ধের নির্দেশনা দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটা দুটোর চুল্লির চিমনি ভেঙ্গে- পানি দিয়ে চুলার আগুন নিভিয়ে দেয়। এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাকির হোসেন মিয়ার মালিকানাধীন মনপুরা ব্রিকস- জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অপরাধে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড ও সাবেক উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান আব্দুর রহমান রাসেদ মোল্লার মালিকানাধীন এমআরএসআর ব্রিকস - জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোর অপরাধে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বনিক বলেন, ইটভাটা দুটোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পুড়িয়ে আসছে। তাই এবং ৫০ হাজার করে এক লক্ষ টাকা জরিমানার পাশাপাশি মুচলেকা নেয়া হয়েছে।
এছাড়াও দণ্ডপ্রাপ্ত ২ টি ইটভাটার চুল্লি ফায়ার সার্ভিসের সহায়তায় নিভিয়ে দেয়া হয়েছে। ড্রাম চিমনি ফেলে দেওয়া হয়েছে এবং আইন লঙ্ঘন করে চলমান ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
বিআরইউ