আওয়ামী দোসরদের দলে ঠাঁই দেওয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৮:৪৭ পিএম
আওয়ামী দোসরদের দলে ঠাঁই দেওয়ার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও আওয়ামী দোসরদের দলে ঠাই দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিএনপি। 

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৫টার দিকে তেলিগাতী ইউনিয়নের হেড়মা বাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান। সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ তালুকদার, কৃষকদলর সাধারণ সম্পাদক মো. জিয়ারুল শিকদার ও শ্রমিক দলের  সাধারণ সম্পাদক মো. রফিক হাওলাদার।

বক্তারা বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে সময় যারা এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মারপিট, ঘের লুট করেছে তারাই সম্প্রতি কৃষকদলের সাধারণ সম্পাদক জিয়ারুল শিকদার, রফিক হাওলাদার ও যুবদল নেতা রাজু আহমদের ওপর হামলা করেছে। ওই হামলাকারীদেরকে বিএনপির একটি অংশ আশ্রয় দিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে’।

বিআরইউ