উত্তেজনায় বাজারে ভাঙচুর

মধুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ১০:৩৯ পিএম
মধুপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন বেরিবাইদ ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য আছর আলী আকন্দকে গত ৮ মার্চ রাত ১২টার দিকে নিজ গ্রাম দানকবান্দা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার জেরে রোববার রাত ৮টার দিকে আছর আলী আকন্দের ভাই হাফেজ, ফজর ও রিয়াজ উদ্দিনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

হামলায় সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, খলিলুর রহমান, হারুন অর রশিদ, সাইম, নাইম, জাহাঙ্গীরসহ আরও অনেকে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত খলিলুর রহমান (২৩) মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা বাজারের দোকানপাটে ভাঙচুর চালায়।

খবর পেয়ে মধুপুর সেনা ক্যাম্পের প্রধান মেজর শোয়েব আহমেদ শোভন ও মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা।

ইএইচ