যশোরের অভয়নগরে মিতা মণ্ডল (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার পায়রা ইউনিয়নের ঘোড়াদাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত মিতা মণ্ডল ঘোড়াদাড়ি গ্রামের জয় মণ্ডলের স্ত্রী এবং এক কন্যা সন্তানের জননী ছিলেন।
মৃতের বড় বোন রুপা সরকার জানান, মঙ্গলবার সকালে পারিবারিক কলহের কারণে তাদের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়ার পর জয় মণ্ডল বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন।
তিনি বলেন, বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল, যার কারণে প্রায়ই মিতা শারীরিক নির্যাতনের শিকার হতেন। ঘটনার দিন সকালে, জয় মণ্ডল ফোন করে মিতাকে মেরে ফেলার হুমকি দেন। পরে রুপা সরকার স্থানীয় একজনের মাধ্যমে খবর পান, মিতা মারা গেছেন।
তিনি আরও জানান, তার বোনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে নির্যাতন করা হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
মৃতের স্বামী জয় মণ্ডল বলেন, "সকালে আমাদের মধ্যে ঝগড়া হয়, রাগের মাথায় তাকে চড় মারি। পরে কাজে বেরিয়ে যাই। কিছুক্ষণ পরে বাড়ি এসে দেখি, মিতার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।"
ভবদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওমর ফারুক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি বারান্দায় পড়ে থাকতে দেখে। এরপর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ