বরগুনায় এক রাতে পৃথক ঘটনায় দুটি খুন, আটক ৪

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৪:১৭ পিএম
বরগুনায় এক রাতে পৃথক ঘটনায় দুটি খুন, আটক ৪

বরগুনায় এক রাতে দুটি খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে জেলার সদর উপজেলার দুটি পৃথক স্থানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ঘটনাসূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে বরগুনা সদরের প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্ন ঝোঁপ থেকে মন্টু চন্দ্র দাস (৩৫) নামে এক যুবকের কাদামাখা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মন্টু চন্দ্র দাস বরগুনা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি কড়ইতলা এলাকার মৃত জয়েশ্বর দাসের ছেলে।

অন্যদিকে, বুধবার সকালে বরগুনা সদরের বদরখালী ইউনিয়নের বাওয়ালকর এলাকা থেকে মো. হোসেন ডাক্তারের ছেলে মো. মিরাজ (৩০) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা ধারণা করছেন, রাতে মিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত মিরাজ ও মন্টু চন্দ্র দাসের পরিবার দাবি করেছে, দু‍‍`জনকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

মন্টু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় একই রফিক কালু, সুলতান শ্রীধাম এবং বিপুল নামে তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মন্টু ও মিরাজের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

ইএইচ