কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৫:৫৪ পিএম
কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. অভিজিৎ সর্মার সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ১৫ মার্চ দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। কিশোরগঞ্জ জেলায় এই ক্যাম্পেইনের আওতায় ৫ লাখ ১৫ হাজার ৮৫৩টি শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

১৩ উপজেলার ২ হাজার ৯৩৪টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৪ হাজার ৬৬১ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তারা শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের সদস্য।

৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য সিভিল সার্জন সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কোনো অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো যাবে না, তবে শিশুটি সুস্থ হলে পরবর্তী এক মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এটি খাওয়ানো যাবে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. দিদারুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিম, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. পল্লব কুমার দেবনাথসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইএইচ