মনোহরগঞ্জে নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৭:০১ পিএম
মনোহরগঞ্জে নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল

কুমিল্লার মনোহরগঞ্জে নবগঠিত উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।

দীর্ঘ আট বছর পর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদল নতুন আহ্বায়ক কমিটি পেয়েছে। সর্বশেষ ২০১৭ সালে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি গঠিত হয়েছিল, যা দীর্ঘ আট বছর দায়িত্ব পালন করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত চিঠিতে গত ৯ মার্চ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

সোমবার দুপুরের পর অনুমোদিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব হিসেবে নূর মোহাম্মদ মেহেদীসহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবারক হোসেন বিল্লাল ও সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদীর নেতৃত্বে আয়োজিত এ মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম-মনোহরগঞ্জ আসনের দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল কালাম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে ধন্যবাদ জানান।

নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব জানান, ছাত্রদলের নতুন কমিটি দলের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে। কমিটি ঘোষণার পর থেকেই উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হচ্ছে।

ইএইচ