কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল আইএফআইসি ব্যাংক

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৭:৫৪ পিএম
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দিল আইএফআইসি ব্যাংক

সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংক কুড়িগ্রাম উপ শাখার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার কুড়িগ্রাম জেলা শিশু পরিবারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অর্ধশত শিশুদের মাঝে পায়জামা-পাঞ্জাবী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক কুড়িগ্রাম উপ শাখার ম্যানেজার মো. আব্দুল্লাহ আল মুহীদ এবং মার্কেটিং অফিসার মো. বাবুল হোসেন প্রমুখ।

উপহার সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক এই উদ্যোগ নিয়েছে। শিশুদের মুখে হাসি ফুটানোই আমাদের মূল লক্ষ্য।

ইএইচ