রাজবাড়ী জেলার গোয়ালন্দ সাংবাদিক ফোরামের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নিজস্ব কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ এবং আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
এ সময় বক্তারা সাংবাদিকদের ভূমিকা, সমাজে তাঁদের অবদান এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য প্রকাশে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশের শান্তি, উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা সবাই একসঙ্গে ইফতার করেন। গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
ইএইচ