লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা এবং কৃষিজমির মাটি ব্যবহার করায় ভোলার বোরহানউদ্দিনে ৩টি ইটভাটায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।
বুধবার (১২ মার্চ) উপজেলার মেসার্স পদ্মা ব্রিকস, মেঘনা ব্রিকস, পদ্মা মডার্ন ব্রিকস নামক ৩টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সেগুলো বন্ধ ঘোষণা করা হয় এবং সর্বমোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রায়হানুজ্জামান। তিনি আরো জানান
মেসার্স পদ্মা ব্রিকস লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা এবং কৃষিজমির মাটি ব্যবহার করায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লী নিভিয়ে দেয়া হয় এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ দেয়া হয়। একইসাথে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মেসার্স মেঘনা ব্রিকস লাইসেন্স নবায়ন ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনা করা এবং যথাযথ অনুমোদন ছাড়া বিভিন্ন স্থানের মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লী নিভিয়ে দিয়ে ইটভাটাটি বন্ধের নির্দেশ দেয়া হয়। একইসাথে ২.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। মেসার্স পদ্মা মডার্ন ব্রিকস কৃষিজমির মাটি ব্যবহার করা এবং লাইসেন্স নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা করায় ইটভাটাটি বন্ধের নির্দেশ দেয়া হয়। ইটভাটার চুল্লী নিভিয়ে দেয়া হয়।
একইসাথে ১ লক্ষ টাকা মোট সাড়ে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় ধরনের অভিযান চলমান থাকবে।
আরএস