নেত্রকোণায় সেবাইতদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১২:০৪ এএম
নেত্রকোণায় সেবাইতদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নেত্রকোণা জেলার ২৫ জন সেবাইতের জন্য নয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা শহরের নাগড়া এলাকায় শ্রীশ্রী মা মনোরমা আশ্রমে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।

এ সময় তিনি মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মন্টি রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক।

"ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ" প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সংশোধিত কার্যক্রমের আওতায় সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ, কৃষি ও বনায়ন—এই তিন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

নেত্রকোণার দশটি উপজেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের ২৫ জন সেবাইত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে অধিকতর ভূমিকা পালনের সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ইএইচ