ফেনীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মু. মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ১২:৪৯ পিএম
ফেনীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ফেনীতে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) গোলাম মোহাম্মদ বাতেন।

‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’ এ শ্লোগানে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মনজুর আহসান।

স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার সৌভিক রায়ের সঞ্চালনায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন প্রকল্প কো-অর্ডিনেটর ফারহানা ইদ্রিস। গ্রাম আদালতের আইন ও সেবা সম্পর্কে ধারণা প্রদান করেন প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ মাহবুবুল হক। কর্মশালায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত, গ্রাম আদালত সক্রিয়করণে ও সচেতনতা বৃদ্ধিতে অংশগ্রহণকারীদের ভূমিকা, প্রতিশ্রুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সাংবাদিক নাজমুল হক শামীম, ঘোপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদেক হোসেন, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ।

কর্মশালায় জানানো হয়, সরকার পরিবর্তনের পর ৫ আগস্ট থেকে ইউনিয়ন পরিষদগুলোতে চেয়ারম্যান না থাকায় গ্রাম আদালতের কার্যক্রম অনেকটা স্তিমিত হয়ে আছে। পাশাপাশি সরকার পরিবর্তনের সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদে অগ্নি সংযোগ করায় ও আগস্ট মাসের ভয়াল বন্যায় ইউনিয়ন পরিষদের কক্ষ ও আসবাবপত্র নষ্ট হওয়ায় আদালতের কার্যক্রম অনেকটা বন্ধ রয়েছে। নতুন করে গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করতে এ প্রকল্প সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে।

দিনব্যাপী কর্মশালায় ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার, কার্যক্রম চালু হতে যাওয়া ২৫টি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন।

বিআরইউ