হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মিরপুর এলাকা থেকে ৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে বাহুবল মডেল থানাধীন ৬নং মিরপুর এলাকায় জুয়ার আসর বসানো হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের দিকনির্দেশনায় একদল পুলিশ ঐ এলাকায় অভিযান পরিচালনা করে, অভিযানকালে কয়েক জুয়াড়ি পালিয়ে গেলেও ৯জন জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৭ হাজার ২০০ টাকাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
তারা হলেন,উপজেলার মিরপুর ইউনিয়নের তিতারকোনা গ্রামের আব্দুল মালেক এর ছেলে তোফায়েল আহমদ (২২),
আব্দুল মতিন মিয়ার ছেলে তোফাজ্জল হোসন(২৭),সুন্দর আলীর মো. সাজিদ মিয়া (২৫), মৃত রফিক উল্ল্যা,র ছেলে সুজন মিয়া (৩৪),মৃত আরব আলীর ছেলে মো. নজরুল ইসলাম (২০), মৃত আবুল হোসেন এর ছেলে আব্দুল মান্নান (৩৫),আমার উল্ল্যাহর ছেলে মো. মিজানুর রহমান (৩০), আব্দুল্লাহপুর গ্রামের আম্বর আলীর ছেলে মো. বিল্লাল মিয়া(২৭), ও চন্দ্রছুড়ি গ্রামের কুদরত আলীর ছেলে মো. হান্নান মিয়া (৩২)তাদের বিরুদ্ধে বাহুবল থানার মামলা নং-০৯, তাং-১৩/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা মোতাবেক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বিআরইউ