আড়াইহাজারে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৬:৫৫ পিএম
আড়াইহাজারে সাবেক পৌর কাউন্সিলরসহ গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক পৌর কাউন্সিলরসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।

বুধবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আড়াইহাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম শুভকে পাচরুখি এলাকায় একটি ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, সাতগ্রাম ইউনিয়নের শখেরগাঁও গ্রামের বিল্লাল হোসেনের ছেলে জালাল হোসেনকে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উচিৎপুরা ইউনিয়নের দাসীরদিয়া গ্রামের আফিল উদ্দিনের দুই ছেলে বাচ্চু ও হাছেন আলী, যাদের বিরুদ্ধে জিআর মামলার ওয়ারেন্ট রয়েছে।

দুপতারা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মোতালিব ভুঁইয়ার ছেলে নাজিমুদ্দিন ভুঁইয়া, যাকে সিআর মামলায় সাজা প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মন্দি ইউনিয়নের মারুয়াদী গ্রামের ইসমাইলের ছেলে কবির হোসেন, যাকে ৩৪ ধারায় কোর্টে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ