বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন দিনাজপুর ইউনিট কমিটি ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৭:৩৪ পিএম
বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন দিনাজপুর ইউনিট কমিটি ঘোষণা

বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের (রেজিঃ-বি-১৬৪৭) দিনাজপুর ইউনিটের নতুন ১১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাচনী সাব-কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি মো. সিরাজুল ইসলাম পুতুল, সহ-সভাপতি-১ মো. মিজানুর রহমান, সহ-সভাপতি-২ মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. সেলিম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ হিল কাফী, সহকারী সম্পাদক-১ মো. জিল্লুর রহমান, সহকারী সম্পাদক-২ মো. একরামুল হক, সংগঠনিক সম্পাদক মো. শাহীনুর রহমান, প্রচার সম্পাদক মো. মঞ্জুরুল রায়হান, দপ্তর সম্পাদক মো. শাহজাহান আলী, অর্থ সম্পাদক মো. শাহজাহান।

উল্লেখ্য, এই সংগঠনটি জাতায়তাবাদী শ্রমিকদলের অন্তর্ভূক্ত একটি সংগঠন।

ইএইচ