কুড়িগ্রামে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ এবং যুব সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা এবং সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের পুলিশ-যুব সম্পর্ক রূপান্তর প্রকল্পের অংশ হিসেবে একটি উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের সদর উপজেলার চর বড়াইবাড়ি ইউনিয়নে স্থানীয় যুব গোষ্ঠী, সম্প্রদায় নেতা এবং পুলিশ প্রতিনিধিদের নিয়ে এই সংলাপের আয়োজন করা হয়। এতে নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় গঠন বিষয়ে আলোচনা হয়।
সংলাপে পুলিশ পরিষেবা, আইনি অধিকার ও দায়িত্ব, যুবদের নির্দিষ্ট চ্যালেঞ্জ এবং পুলিশের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। যুব অংশগ্রহণকারীরা তাদের উদ্বেগ এবং অভিজ্ঞতা শেয়ার করেন, আর পুলিশ প্রতিনিধিরা পুলিশ পরিষেবা গ্রহণ এবং সম্প্রদায়ের নিরাপত্তা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) এবং উপ-পরিদর্শক (এসআই) বলেন, "তরুণদের সাথে সম্পর্ক তৈরি করা এবং তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার জন্য এ ধরনের সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের কাজকে আরও কার্যকর এবং সম্প্রদায়ের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে।"
ইএইচ