ফরিদপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৮:২১ পিএম
ফরিদপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বিএনপি‍‍`র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকুর উদ্যোগে সাংবাদিক এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের গোয়ালচামট এলাকার নিজ বাড়ির আঙিনায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান পিঙ্কু।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর সোহেল রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমপি আক্তার টুটুল, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, কোতোয়ালি থানা বিএনপির সহ-সভাপতি মো. হাজ্জাজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. জুয়েল, যুবদল নেতা মাহবুব গাজী প্রমুখ।

পরে বিএনপি‍‍`র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

ইএইচ