রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা জামায়াতের আয়োজনে ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে থানা মোড়ের পশ্চিমে প্রিন্সিপাল প্লাজার নিচ তলায় আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি জুয়েল রানা, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সেক্রেটারি ডিএম আক্কাস, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর।
এছাড়াও সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম রঞ্জু, আলিফ হোসেন, টিপু সুলতান, আসাদুজ্জামান মিঠু, মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান, সারোয়ার হোসেন, দেলোয়ার হোসেন সোহেল, হামিদুর রহমান, ফারুক হোসেন, সুজন আলী, সৈয়দ মাহমুদ শাওন, আব্দুর রাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে তানোর পৌর জামায়াতের আমীর মাওলানা মুকসেদ আলী, সেক্রেটারি জুয়েল উদ্দিন, মুন্ডুমালা পৌর আমীর অধ্যাপক আনোয়ার হোসেন, শিক্ষক মাওলানা আবুল হোসেন, শিক্ষক নেতা এসএম মিজানুর রহমান পারভেজ, পাঁচন্দর ইউপি আমীর জুয়েল রানা, কলমা ইউপি আমীর আমিনুল ইসলাম, সরনজাই ইউপি সভাপতি মাওলানা আফজাল হোসেন, তালন্দ ইউপি সভাপতি মাওলানা শামসুদ্দিন, কামারগাঁ ইউপি সেক্রেটারি আব্দুল গফুরসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা সাংবাদিকদের দায়িত্ব ও সঠিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরে সকলের প্রতি শুভেচ্ছা জানান।
ইএইচ