দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু আছিয়া

জিয়াউর রহমান, শ্রীপুর (মাগুরা) প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৯:১১ পিএম
দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু আছিয়া

মাগুরার শ্রীপুর উপজেলার সাব্দালপুর ইউনিয়নের জারিয়া মাঠপাড়া গ্রামে নির্যাতিত শিশু আছিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়।

সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ জানান, সকালে দুই দফা কার্ডিয়াক অ্যারেস্টের (আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ) পর সিপিআর দেওয়া হলে শিশুটির হৃৎস্পন্দন ফিরে আসে। তবে দুপুর ১২টায় আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে, এই দফায় তাকে আর ফেরানো সম্ভব হয়নি এবং দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়স্বজন ও স্থানীয়রা তার বাড়িতে এসে গভীর শোক প্রকাশ করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

বিকালে তার মরদেহ মাগুরায় পৌঁছালে সন্ধ্যা ৭টায় মাগুরা জেলা নোমানী ময়দানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর এশার নামাজের পর শ্রীপুর উপজেলার সাব্দালপুর ইউনিয়নের সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার নামাজ আদায় করা হয়।

রাত ৮টা ৩০ মিনিটে তাকে স্থানীয় সোনাইকুন্ডী গোরস্থানে দাদি আব্দুল হালিমের কবরের পাশে দাফন করা হয়।

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস শোক প্রকাশ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়া মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব আলহাজ্ব মো. মনোয়ার হোসেন খানসহ অন্যান্য রাজনৈতিক নেতারাও শোক প্রকাশ করেছেন।

ইএইচ