সুনামগঞ্জের নবগঠিত উপজেলা মধ্যনগর। উপজেলায় নির্বাহী কর্মকর্তা নিযুক্ত থাকলেও জনগুরুত্বপূর্ণ জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবাটি সফটওয়্যারের আওতায় আসেনি এখনো।পার্শ্ববর্তী উপজেলা ধর্মপাশার সফটওয়্যারে সেবা সম্পাদন করে আসছেন সেবাদান কারী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো। এতে করে হন্য হয়ে বিরক্তি ও ভোগান্তির স্বীকার চারটি ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক জনমানুষ। জন্ম ও মৃত্যু সনদে সামান্য ভুল সংশোধন করতে গিয়ে অতিক্রম হয় নির্দিষ্ট সময় ও গুনতে হয় অপ্রয়োজনী অধিক অর্থ।অসংখ্যবার এমন ভোগান্তির স্বীকার হয়ে এক বাসিন্দা এলাকাবাসীর পক্ষে লিখিতভাবে নিরসন চেয়েছেন কর্তৃপক্ষের নিকট।
১৩ই মার্চ বৃহস্পতিবার জনস্বার্থে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল অতিরিক্ত সচিব স্থানীয় সরকার বিভাগ ঢাকা বরাবরে জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যারে মধ্যনগর উপজেলা সংযুক্তকরণের দাবি জানান।এবং লিখিত আবেদনটি গ্রহণ করেছেন কর্তৃপক্ষ। উপজেলা সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা কবি অসীম সরকার তার লিখিত বক্তব্যে তুলে ধরেন,মধ্যনগর উপজেলা ঘোষণা হয়২০২১সালের ২৬শে`জুলাই। তখন থেকে প্রশাসনিক কার্যক্রমসহ স্বল্প সময়ের মধ্যে প্রায় দাপ্তরিক কাজই চালু হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন সংক্রান্ত কাজ আমাদের পূর্বের উপজেলা ধর্মপাশা হতে পরিচালিত হচ্ছে। মধ্যনগর উপজেলাটি ০৪টি ইউনিয়ন নিয়ে গঠিত।
ইউনিয়নবাসীর জন্ম নিবন্ধনের সংশোধনের আবেদনসমূহ ধর্মপাশা উপজেলায় নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্য ও আর্থিকভাবে ব্যয়বহুল। আমাদের উপজেলার বর্ডার সীমানার বিদ্যালয়গুলোতে অনেক সময় জন্মনিবন্ধন অনলাইনে ইংরেজিতে না থাকায় ও সংশোধন আবেদন করার পর যাতায়াত সমস্যার জন্য অনেক ছেলে-মেয়ে উপবৃত্তি, ভর্তি সংক্রান্ত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের মধ্যনগর উপজেলার অনেক সংশোধনের আবেদন অনেকদিন পর্যন্ত ধর্মপাশা উপজেলায় জমা থাকে যা ধর্মপাশা উপজেলার নির্বাহী অফিসারের পক্ষে কার্যসম্পাদন অসম্ভব। যার কারণে মধ্যনগর উপজেলার সাধারণ জনগণ ও সকল ইউনিয়ন পরিষদ সমস্যার সম্মুখীন হচ্ছে।
তাই দ্রুততম সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের সার্ভারে `মধ্যনগর উপজেলা` এন্ট্রি এবং ধর্মপাশা উপজেলা হতে মধ্যনগর উপজেলায় সংশোধন সংক্রান্ত কাজ আলাদা করে দিতে আপনার সদর মর্জি কামনা করেন সচেতন এই বাসিন্দা।আবেদনটির অনুলিপি মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার বিভাগ,উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়,জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার সচিব জেনারেলের কার্যালয় ঢাকা।সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়,সুনামগঞ্জ উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ,ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করেন অসীম সরকার।
বিআরইউ