মাওলানা রফিকুল ইসলাম খান

জামায়াতকে মানুষ নেতৃত্বে দেখতে চায়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৫:৩০ পিএম
জামায়াতকে মানুষ নেতৃত্বে দেখতে চায়

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জনগণের নেতৃত্বে দেখতে চায় উল্লেখ করে জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী’র নেতৃত্বে দেশি-বিদেশি আস্থা ও সমর্থন দেখে আমাদের প্রতিপক্ষদের ঘুম হারাম হয়ে গেছে। তারা এমনভাবে কথা বলতে শুরু করেছে যে, কথা শুনলে তাদের সুস্থ মনে হয় না। তারা সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে!

শুক্রবার আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মহানগরী মজলিসে শূরার বিশেষ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমাদের প্রতিপক্ষের লোকেরা এখন গায়ে পড়ে গোলমাল করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামী’র নেতাকর্মীরা সবসময়ই জুলুমের শিকার। আগে আওয়ামী লীগ জুলুম করতো, এখন আরেকদল শুরু করেছে। তবে ভুলে গেলে চলবে না, এ দেশের জনগণ কোনো ফ্যাসিস্টকে গ্রহণ করেনি, করবেও না।

মাওলানা রফিকুল ইসলাম খান জামায়াতে ইসলামী’র শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যার সঙ্গে জড়িত বিচারক, প্রসিকিউশন, ভুয়া সাক্ষী, তদন্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আওয়ামী লীগের অপশাসনের বিগত ১৫ বছরে পাচার হওয়া ২৬ হাজার কোটি টাকা ফেরত এনে পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেও দাবি জানান।

সভাপতির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত কর্মী মানে সমাজকর্মী, এটি আমাদের কর্মকাণ্ডে জনগণ বুঝতে পেরেছে। আমাদের সামাজিক কর্মকাণ্ড আরো জোরালোভাবে পালন করতে হবে। তিনি উপস্থিত মজলিসে শূরার সদস্যদের নিজ নিজ থানা এলাকায় ব্যাপক সামাজিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসাইন, অধ্যাপক ড. আব্দুল মান্নান, শামছুর রহমান। এছাড়া মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ