ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চরফ্যাশনের হাজারীগঞ্জে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় চেয়ারম্যান বাজার আলোর দিশারী মডেল একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য শেষে এলাকার অসহায় ও দুস্থ মানুষের হাতে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মাস্টার আমজাদ হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরে আলম মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহে আলম মাস্টার, ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা নুরে আলম নাসিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম।
চেয়ারম্যান বাজার হলি চাইল্ড একাডেমির পরিচালক মুহাম্মদ ছালাউদ্দিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের সমন্বয়ক মো. আলাউদ্দিন, আহ্বায়ক নিয়াজ হাওলাদার। বক্তারা ইসলামের প্রকৃত শিক্ষা গ্রহণ করে সবাইকে সর্বদা অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
এ সময় সংগঠনের সদস্য আল আমিন, মো. নাঈমসহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই সংগঠনটি বিভিন্ন ধরনের মানবিক কাজ অব্যাহত রাখবে।
ইএইচ