কুষ্টিয়ায় তিন সাংবাদিকের উপর হামলা: প্রতিবাদ সভা

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৭:২২ পিএম
কুষ্টিয়ায় তিন সাংবাদিকের উপর হামলা: প্রতিবাদ সভা

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা হানিফ-আতার দোসর এবং বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক আল মামুন সাগরসহ তার সহযোগীরা কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিকের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে আহত করেছেন।

এ সময় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু এবং জনকণ্ঠের সাংবাদিক এম এ রকিব তারিককে রক্ষায় এগিয়ে আসলে তাদেরকেও দুর্বৃত্তরা লাঞ্চিত করেন।

বৃহস্পতিবার বিকালে ছেওড়িয়া লালন অডিটরিয়ামে লালন স্মরণোৎসব অনুষ্ঠানের শেষে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালন স্মরণোৎসবের আলোচনা সভায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিককে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানান জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কুষ্টিয়া প্রেসক্লাবের কিছু আওয়ামী সাংবাদিক তারিকের নাম উপস্থিত না করার জন্য আপত্তি জানায় এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। জেলা প্রশাসক তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

আলোচনা সভা শেষে মঞ্চ থেকে নামার পরই সাংবাদিক আল মামুন সাগরের নেতৃত্বে দুর্বৃত্তরা তারিকের উপর হামলা চালায় এবং মারপিট করে তাকে আহত করে। হামলার শিকার হওয়ার পর কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু এবং জনকণ্ঠের সাংবাদিক এমএ রকিব তাকে রক্ষায় এগিয়ে আসলে তারা শারীরিকভাবে লাঞ্চিত হন।

পুলিশ পরে তিন সাংবাদিককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রেসক্লাব বৃহস্পতিবার রাতে একটি প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, সহসভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু,সহসভাপতি ও বাংলা ভিশন প্রতিনিধি হাসান আলী, সাধারণ সম্পাদক মজিবুল শেখ, যুগ্ম সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য শামসুল আলম স্বপন, কোষাধক্ষ এনামুল হক, সাংবাদিক সাইফুল ইসলাম,হাদয়ার আলী,আসলাম আলী ও সোহেল রানা প্রমুখ।

এদিকে, হামলার ঘটনায় তিন সাংবাদিক শুক্রবার কুমারখালী থানায় পৃথকভাবে জিডি করেছেন।

ইএইচ