কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শনে প্রধান উপদেষ্টা

মো. আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৭:৪০ পিএম
কক্সবাজার বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শনে প্রধান উপদেষ্টা

কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শুক্রবার জাতিসংঘের সফররত মহাসচিব আন্তোনিও গুতেরেসকে নিয়ে দুপুর ১২টা ৪৮ মিনিটের দিকে বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে কক্সবাজারে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। এরপর গুতেরেস সরাসরি উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান, সেখানে তার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে জানানো হয়েছে, মহাসচিব গুতেরেস চলে যাওয়ার পর কক্সবাজারে নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি সাইট পরিদর্শন করেন মুহাম্মদ ইউনূস। এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সেখানকার কাজের অগ্রগতি ও সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে।

বেবিচক জানিয়েছে, বিমানবন্দরটির নির্মাণকাজ ৯৫ শতাংশ শেষ হয়েছে এবং বাকি কাজ চলতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিমানবন্দরটি চালু হলে প্রতিদিন ৪০ থেকে ৫০টি এয়ারক্রাফট এই বিমানবন্দর থেকে ওঠা-নামা করবে।

২০১৫ সালে দেশের পর্যটন নগরী কক্সবাজারের বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরনো ৬,৭৭৫ ফুট রানওয়েকে ১০,৭০০ ফুটে উন্নীত করতে ব্যয় হচ্ছে ১,৯০০ কোটি টাকা।

ইএইচ