জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আলহাজ্ব জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
এবি পার্টির আহ্বায়ক আব্দুল কদ্দুস তালুকদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এবি পার্টির জাতীয় নির্বাহী সংসদের সদস্য ও নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কামরুল হাসান সজল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, জামালপুর পৌর এবি পার্টির আহ্বায়ক মো. নজরুল ইসলাম এবং প্রধান শিক্ষক রজব আলী।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইএইচ