ভালুকায় সুলভ মূল্যের বাজারে স্বস্তি, ‘ফ্রি’ ডিম পেয়ে সাধারণ মানুষ খুশি

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০১:১১ পিএম
ভালুকায় সুলভ মূল্যের বাজারে স্বস্তি, ‘ফ্রি’ ডিম পেয়ে সাধারণ মানুষ খুশি

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী সুলভ মূল্যের বাজার চালু করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে বিক্রি হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।  

বাজারের প্রথম দিনেই ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যান্য বাজারের তুলনায় কম দামে গরুর মাংস, ডিম, দুধ, লেবু, বেগুন ও শসা পাওয়ায় সাধারণ মানুষ ভীষণ সন্তুষ্ট।  

Displaying IMG-20250315-WA0011.jpg

 

বাজারে পাওয়া যাচ্ছে—  গরুর মাংস: প্রতি কেজি ৬০০ টাকা, ডিম: প্রতি হালি ৩৮ টাকা, দুধ: প্রতি লিটার ৭০ টাকা, লেবু: প্রতি হালি ৪০ টাকা, বেগুন: প্রতি কেজি ৪০ টাকা, শসা: প্রতি কেজি ৩৫ টাকা।

বাজারে কেনাকাটা করতে আসা গৃহবধূ রোকসানা আক্তার বলেন, বাজারের চড়া দামে নিত্যপণ্য কেনা কষ্টকর হয়ে পড়েছিল। এখানে অনেক কম দামে ভালো মানের পণ্য পাচ্ছি, যা আমাদের মতো সাধারণ মানুষের জন্য বড় সহায়তা।

স্থানীয় এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাশেদুল ইসলাম বলেন, রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় এই বাজার সত্যিই আশীর্বাদ। এখান থেকে সাশ্রয়ী দামে পণ্য কিনতে পারছি, যা আমাদের পরিবারকে স্বস্তি দিচ্ছে।

বাজারে পণ্য বিক্রি করা এক দোকানি শহীদুল ইসলাম বলেন, প্রশাসনের উদ্যোগে আমরা সরাসরি উৎপাদকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে পারছি, তাই কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে। মানুষ কম দামে ভালো মানের পণ্য পাচ্ছে, এটা আমাদের জন্যও আনন্দের।

রিকশাচালক পথযাত্রী সোহাগ মিয়া বলেন, ইউএনও স্যারের কাছ থেকে দুই হালি ডিম পেয়েছি বিনামূল্যে খুব ভালো লাগছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রমজান মাসজুড়ে এই বাজার চালু থাকবে। আমরা চাই, নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ স্বল্প মূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন। বাজারটি যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য নিয়মিত তদারকি করা হবে।

Displaying IMG-20250315-WA0013.jpg

পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত বিনামূল্যে পাঁচশত  ডিম বিতরণ করা হয়েছে। 

এদিকে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং বাজারটি পুরো রমজান মাস চালু রাখার দাবি জানিয়েছেন।
বিআরইউ