টাঙ্গাইলের নাগরপুরে শারীরিক প্রতিবন্ধী নাসির উদ্দীন নসু (৬০) একটি অটোরিকশা পেয়েছেন, যা তার স্বাভাবিক চলাচলে সহায়তা করবে।
মানবতার দেওয়াল সংগঠনের আয়োজনে এই অটোরিকশা প্রদান করা হয়।
শনিবার সকাল ১১টায় সহবতপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নাসির উদ্দীন নসু নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজিরপাচুরিয়া গ্রামের বাসিন্দা এবং কাজী আব্দুল রৌফ মিয়ার ছেলে। মানবতার দেওয়াল সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস এম নির্জয় রহমান (আলমগীর) এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আশিস কুমার পাল, খান আহসান বিপ্লব, মো. রিপন খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এই মহান উদ্যোগের সফল বাস্তবায়নে যাদের ভূমিকা ছিল, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. জুলহাস মিয়া, মো. সুরুজ মিয়া, খন্দকার মাসুদুর রহমান, মো. আক্তারুজ্জামান আক্তার, মো. শহীদ মিয়া, মো. রিপন খান, মো. আরজু মিয়া, এম এম নির্জয় রহমান (আলমগীর), মো. আক্কাস আলী, মো. মহসিন খান সহ অনেকেই।
এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধীদের জন্য একটি নতুন আশা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ প্রশস্ত করবে, যা তাদের জন্য এক বিশাল সহায়তা।
ইএইচ