সন্দ্বীপ উপজেলার জনসাধারণকে বিদ্যুৎ সেবা পৌঁছে দেয়া ও বিদ্যুতের সেবা নিয়ে বিভিন্ন অনিয়ম ও হয়রানি বন্ধ সহ নানান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১ টায় সন্দ্বীপের সচেতন জনসাধারণের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কবির সোহেল এর সঞ্চালনায় এতে জনগণের বিভিন্ন প্রশ্নের সমস্যা নিয়ে উত্তর প্রদান করেন সন্দ্বীপ উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর চৌধুরী, সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য মিজানুর রহমান ভূইয়া মিল্টন চৌধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছিরুল কবির মনির তালুকদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বিদ্যুৎ বিতরণ বিভাগের ঠিকাদার মিলাদ উদ্দিন মুন্না, সন্দ্বীপ উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক হাসানুজ্জামান সন্দ্বীপি, সদস্য সচিব অধ্যক্ষ কামরুল হাসান, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংবাদিক বাদল রায় স্বাধীন, মাহমুদুর রহমান, ফয়সাল আসীর, পৌরসভা যুবদল নেতা কামরুল, ইসলামী যুব আন্দোলন নেতা সানাউল্লাহ , আরিয়ান রাজু, সাইফুল, জাহিদুল ইসলাম, শাহে এমরান, আনোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিদ্যুৎ সমস্যা নিয়ে আসা বিভিন্ন গ্রাহকেরা বক্তব্য রাখেন।
সভায় নির্বাহী প্রকৌশলী জানান, আমাদের এখন সন্দ্বীপ উপজেলায় প্রায় ৪৩ হাজার মিটার গ্রহার রয়েছে, পাশাপাশি এখানে এখনো জনগণ কে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিতে আর ও ২৫ হাজার খুঁটি (পুল) প্রয়োজন রয়েছে, যেটি আস্তে আস্তে আমরা পৌঁছানোর চেষ্টা করছি, বর্তমান অন্তর্বর্তী সরকার খুব দ্রুত বিদ্যুতের নানা সমস্যা সমাধানের চেষ্টা করছে।
বিআরইউ