কুড়িগ্রামে জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে এই প্রশিক্ষণ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, প্রশিক্ষক ও জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকতসহ অন্যান্য গণমাধ্যমকর্মী।
কুড়িগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন, যা চলবে আগামী ১৭ মার্চ পর্যন্ত।
ইএইচ