গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে একটি ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ধাপেরহাট নায়েবিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল হোসেন নয়া মিয়া, সাদুল্লাপুর উপজেলা আমির এরশাদুল হক ইমন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ মিয়া, ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি তৌফিকুর রহমান, ওলামা মাসায়েকের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, এবং জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা রমজান মাসের গুরুত্ব, শ্রমিকদের কল্যাণ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন।
ইএইচ