সাবেক হুইপ কমলের হাঙ্গামা বাহিনীর প্রধান আব্দুল্লাহ বিদ্যুৎ গ্রেপ্তার

আবদুল হালিম, কক্সবাজার প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫, ০৮:১১ পিএম
সাবেক হুইপ কমলের হাঙ্গামা বাহিনীর প্রধান আব্দুল্লাহ বিদ্যুৎ গ্রেপ্তার

কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের হাঙ্গামা বাহিনীর প্রধান আব্দুল্লাহ বিদ্যুৎকে গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ।

তিনি জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানা পুলিশের একটি টিম খুনিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ বিদ্যুৎকে গ্রেপ্তার করেন।

অভিযোগ রয়েছে, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল্লাহ বিদ্যুৎ এমপি কমলের আস্থাভাজন হিসেবে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাতেন। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলনে কক্সবাজারে ছাত্র-জনতার উপর হামলা করার অভিযোগও রয়েছে। তিনি খুনিয়াপালং এলাকায় কমলের হাঙ্গামা বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।

এদিকে দীর্ঘদিন পর আব্দুল্লাহ বিদ্যুৎ গ্রেফতারের খবর পেয়ে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা রামু পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, গ্রেপ্তার আব্দুল্লাহ বিদ্যুৎকে নাশকতা মামলা দিয়ে আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

ইএইচ