দৌলতপুরে এডহক কমিটির সভাপতির সঙ্গে শিক্ষকদের মতবিনিময়

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০২:৪৩ পিএম
দৌলতপুরে এডহক কমিটির সভাপতির সঙ্গে শিক্ষকদের মতবিনিময়

কুষ্টিয়ার দৌলতপুরে পি এস এস মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতির সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুহাম্মদ খাজা আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ও বাউল শিল্পী শাহাবুল ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন।

মুক্ত আলোচনায় বক্তব্য দেন শিক্ষক মফিজুর রহমান ও আলফাজ উদ্দিন।

সভার সঞ্চালনা করেন আইসিটি শিক্ষক মাহবুবুর রহমান। এ সময় এডহক কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় এডহক কমিটির সভাপতি মুহাম্মদ খাজা আহমেদ বলেন, “শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিদ্যালয় শুধু পরীক্ষার ফলাফলের জন্য নয়, বরং আদর্শ ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্র হিসেবেও কাজ করতে হবে।” তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আপনারাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের কারিগর। তাই যুগোপযোগী শিক্ষার প্রসারে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় একাডেমিক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সভার শেষ পর্যায়ে বিদ্যালয় পরিচালনায় সকল মহলের সহযোগিতা কামনা করা হয়।

ইএইচ