টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রাউৎবাড়ী গ্রামের ১৬ বছর বয়সী কিশোর মঞ্জু মিয়া মরণঘাতী ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। দিনমজুর বাবা চাঁন মিয়া ও বিড়ি বাঁধাই শ্রমিক মায়ের পক্ষে ছেলের চিকিৎসার খরচ বহন করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
অভাবের সংসারে বেড়ে ওঠা মঞ্জু ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কাজ করে সংসারে সহায়তা করত। কিন্তু কিছুদিন আগে তার পেটে (নাভির নিচে) টিউমার ধরা পড়ে। ধারদেনা করে চিকিৎসার জন্য পরিবার তাকে টাঙ্গাইল নিয়ে গিয়ে অস্ত্রোপচার করায়। কিন্তু সেই অস্ত্রোপচারের পরও তার অবস্থার উন্নতি হয়নি, বরং চিকিৎসকরা জানান, তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে।
চিকিৎসার জন্য প্রয়োজন ৪-৫ লাখ টাকা
মঞ্জুর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক জানিয়েছেন, জরুরি ভিত্তিতে তার আরও একটি বড় অস্ত্রোপচার প্রয়োজন, যা না করানো গেলে তাকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৪-৫ লাখ টাকা, যা দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।
মানবিক সাহায্যের আবেদন
মঞ্জুর অসহায় বাবা-মা সমাজের বিত্তবানদের কাছে ছেলের জীবন বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। মঞ্জু নিজেও আকুতি জানিয়ে বলেন, "আমি ক্যান্সারের হাত থেকে বাঁচতে চাই। সুস্থভাবে জীবনযাপন করতে চাই। মহান আল্লাহর রহমত ও আপনাদের সহযোগিতায় আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি।"
সমাজসেবা অফিসের সহযোগিতা
ভূঞাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান জানান, "মঞ্জুর পরিবার প্রয়োজনীয় কাগজপত্রসহ আমাদের কাছে আসলে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।"
সাহায্য পাঠানোর উপায়
সামর্থ্যবান ব্যক্তি ও দাতাদের কাছে অনুরোধ, যদি কেউ মঞ্জুর চিকিৎসায় সাহায্য করতে চান, তাহলে সরাসরি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার ছোট্ট সহায়তাও একটি জীবন বাঁচাতে পারে।
ইএইচ