নলছিটির সাবেক পিআইওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আরিফুর রহমান, নলছিটি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৩:৪০ পিএম
নলছিটির সাবেক পিআইওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতীর (৪০) বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল এ আদেশ দেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০২৪ সালের ১৯ ডিসেম্বর নলছিটি উপজেলার মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বাদী হয়ে বিজন কৃষ্ণ খরাতীর বিরুদ্ধে ১২ লাখ টাকার চেক ডিজঅনারের মামলা করেন। ওইদিনই আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেছিল। কিন্তু বিজন কৃষ্ণ খরাতী আদালতে হাজির না হওয়ায় আজ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ইএইচ