বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপাড় এলাকায় আজ রোববার সকালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মজিবর রহমান মোল্লা (৭০) নামের রিকশাভ্যানের যাত্রী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
এ সময় মো. সাইদুল মোল্লা (৩৮) নামের ভ্যান চালক ও লবমিয়া (১০) নামের অপর এক শিশু ভ্যানযাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকাগামী লাবিবা পরিবহনের ঢাকা মেট্রো ব -১২-৩৪৭৩ নম্বরের একটি যাত্রীবাহী বাস রোববার বেলা ১১টার দিকে বেপরোয়া গতিতে মহাসড়কের মহাসড়কের ওই এলাকা অতিক্রমকালে যাত্রীবাহী একটি রিকসাভ্যানকে পেছন দিক থেকে সজরে ধাক্কা দেয়।
এতে রিকশা ভ্যানটি উল্টে গিয়ে ভ্যানের যাত্রী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবর রহমান মোল্লা (৭০), শিশু লবমিয়া (১০) ও ভ্যানটির চালক মো. সাইদুল মোল্লা (৩৮) গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় গৌরনদী হাইওয়ে থানা পুলিশের দ্রুত তাদেরকে এখান থেকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তখন ভ্যানযাত্রী অবসরপ্রাপ্ত সোনা সদস্য মো. মজিবর রহমান মোল্লা (৭০)কে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
বিআরইউ