নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৭:১৩ পিএম
নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২

নরসিংদীর মনোহরদী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

রোববার সকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল জব্বারের নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহীনুর ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

শনিবার রাতে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা মুরগি বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মো. মামুন প্রধান (৩৬) ও আজিম খানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মামুন প্রধান পিতা মন্তাজ উদ্দিন, গ্রাম আশ্রাফপুর, থানা শিবপুর ও আজিম খান পিতা দেলোয়ার হোসেন একই গ্রাম।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। দীর্ঘদিন ধরে তারা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।
আইনগত ব্যবস্থা

এ ঘটনায় মনোহরদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলছে এবং অস্ত্র চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

ইএইচ