জামালপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৭:২০ পিএম
জামালপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের বীর মুল্লিকপুর ফলারপাড়ায় প্রবাসী রিপন ও শিপনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত ১৫ মার্চ রাতে অজ্ঞাত চোরেরা বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় রিপনের স্ত্রী নাহিদা আক্তার জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তিনি জানান, তার স্বামী ও দেবর বর্তমানে প্রবাসে রয়েছেন। তিনি নিজে সন্তান জন্মের কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি ফয়সল আতিক জানান, ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পরিদর্শক জুয়েলকে পাঠানো হয়েছে। পুলিশ পরিদর্শক জুয়েল বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।"

ইএইচ