"আমার জীবন, আমার অধিকার—বাল্য বিবাহ রাখবো এবার"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে মিডিয়া ক্যাম্পেইন ও প্রচারণামূলক টাওয়ার উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের উদ্যোগে, চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট এবং আরডিআরএস বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আরডিআরএস মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের সভাপতি জীবন কুমার সেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেবুন নেছা।
এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন- টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব আশরাফুল হক রুবে চাইল্ড, নট ব্রাইড প্রজেক্টের কো-অর্ডিনেটর অলিক রাংসা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
আয়োজকরা জানান, কুড়িগ্রামে ৭৬টি যুব সংগঠনের প্রায় ২,৮০০ যুবক-যুবতী বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করছে। তারা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠান শেষে আরডিআরএস ক্যাম্পাসে বাল্য বিবাহ প্রতিরোধে প্রচারণামূলক টাওয়ার উদ্বোধন করা হয়।
ইএইচ