ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন ঢালচরে তরুণীকে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা মো. ইসমাইল (২২) এবং চরফ্যাশন পৌর এলাকার শিশু বলাৎকারের মামলায় মো. তালহাকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইসমাইল ভোলার চরফ্যাশন উজলার দক্ষিণ আইচা থানা এলাকার ঢালচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোলেমানের ছেলে। সে ওই মামলার ৩ নম্বর আসামি এবং মো. তালহা চরফ্যাশন পৌর ৫ নম্বর ওয়ার্ডের শরীফ পাড়া এলাকার মো. মোস্তাকুর রহমের ছেলে।
রোববার দুপুর ২টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, গতকাল সকালের দিকে দক্ষিণ আইচা থানা পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ইসমাইল ও গতকাল রাতে চরফ্যাশন থানা পুলিশ চরফ্যাশন পৌর শরীফ পাড়া থেকে তালহাকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, ওই দুই আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দায় স্বীকার করেন। তাদের আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে।
ইএইচ