দিনাজপুরে ১১ বছরের শিশুর শ্লীলতাহানি

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ১১:৩৪ এএম
দিনাজপুরে ১১ বছরের শিশুর শ্লীলতাহানি

দিনাজপুরের বিরল উপজেলায় ১১ বছরের এক শিশুর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। অভিযুক্ত বৃদ্ধ নাজিম সর্দার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন এবং তার পরিবারের সবাই গা ঢাকা দিয়েছে।

বিরল থানার পুলিশ জানায়, রোববার দুপুর ১টার দিকে বিরল উপজেলার রাজা রামপুর ইউনিয়নের মাজাডাঙ্গা খালপাড়া গ্রামে নাজিম সর্দার ওই শিশুকন্যাকে পার্শ্ববর্তী স্লুইচ গেটে নিয়ে ফুসলিয়ে শ্লীলতাহানি করে। এসময় ওই গ্রামের সপ্তম শ্রেণির ছাত্রী শিরিন ঘটনাটি দেখে ফেলে। পরে স্থানীয়রা বিষয়টি জানাজানি হলে বিরল থানায় খবর দেয়।

শিশুটির পিতা একজন কৃষক, যিনি জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করেন।

বিরল থানার উপ পুলিশ পরিদর্শক হাবিবুল বাশার জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনা সত্য বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশের আসার পর অভিযুক্ত নাজিম সর্দার পলাতক।

ইউনিয়ন পরিষদের ১২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. মানিক প্রথমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের প্রতিবাদের মুখে সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনায় বিরল উপজেলার বৈষম্যবিরোধী ছাত্ররা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর জানিয়েছেন, আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্ত নাজিম সর্দারকে শীঘ্রই গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। শিশুর পিতা বিরল থানায় অভিযোগ দায়ের করেছেন।

ইএইচ