কুরআনের হাফেজদের নোয়াখালীতে সংবর্ধনা দিল ছাত্রশিবির

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০২:২৫ পিএম
কুরআনের হাফেজদের নোয়াখালীতে সংবর্ধনা দিল ছাত্রশিবির

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নোয়াখালীতে ১২০ কোরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

রোববার দুপুরে জেলার বেগমগঞ্জ মডেল মসজিদে নোয়াখালী জেলা উত্তর শাখা এই সংবর্ধনার আয়োজন করে।

এ সময়, ১২০ জন কোরআনের হাফেজ অংশগ্রহণ করেন এবং প্রত্যেক হাফেজকে ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্রেস্ট ও সুন্নাহ সামগ্রী উপহার দেওয়া হয়। সং

বর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবর্ধিত হাফেজরা। তারা আশা প্রকাশ করেছেন, এমন আয়োজন যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা বলেন, "রমজান মাস কুরআন নাজিলের মাস। এই মাসে যারা কোরআন বুকে ধারণ করেছেন, তাদের সম্মানিত করা আমাদের সকলের জন্য প্রয়োজন। কোরআনের হাফেজরা সমাজে ইসলামের ধারক ও বাহক। ইসলামের চারটি খলিফাও হাফেজ ছিলেন। যদি হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে আসেন, তবে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে।"

নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি দাউদ ইসলাম বলেন, "রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। কোরআনের আলোকেই ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে। আমরা চাই, কোরআনের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছাক এবং পবিত্র কোরআনের আলোতে বিশ্ব আলোকিত হোক।"

এ সময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা উত্তর শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আমিমুল ইহসান ফাহাদ, প্রকাশনা সম্পাদক ওসমান গনি, সাহিত্য সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ।

ইএইচ