অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ধর্ষণ, চুরি, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

অভয়নগর (যশোর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৫:৩১ পিএম
ধর্ষণ, চুরি, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার

যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ ২৫ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে পৃথক সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা কমিটির সভায় ধর্ষণ, চুরি, ছিনতাই, মাদক ও চাঁদাবাজি বন্ধে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। এছাড়া নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকার যানজট নিরসনে নওয়াপাড়া হাইওয়ে থানার প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের নিন্দ করা হয়। ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে গতিশীল করা, সরকারি হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে পৃথক দুই সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খান বাবু, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ট শ্রমিক নেতা রবিউল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, বিএনপি নেতা ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান জনি, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার, নওয়াপাড়া পৌরসভার সচিব সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, আবুল কাশেম, সানা আব্দুল মান্নান, সংবাদকর্মী মাসুদ তাজ প্রমুখ। আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে একই সভাকক্ষে ২৫ ও ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।  

আরএস