ফেনী মডেল থানার পাশে পুলিশের ঘরে চুরি

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ১২:৪৪ পিএম
ফেনী মডেল থানার পাশে পুলিশের ঘরে চুরি

ফেনী মডেল থানার পাশে ট্রাফিক পুলিশ সদস্যদের ঘরে দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার থানার পেছনের অংশে পুলিশ সদস্যদের থাকার ঘরে (যানবাহন কার্যালয়) এএসআই আমানত উল্লাহর কক্ষ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা আমানত উল্লাহ জানান, সোমবার সকাল ৭টার দিকে তিনি ডিউটি করতে বের হন। পরে দুপুর ১২টার দিকে ফিরে এসে দেখতে পান তার রুমে থাকা স্টিলের ট্রাংক ভেঙে নগদ ৩ লাখ টাকা, ২টি স্বর্ণের চেইন, ৪টি রিং, ১টি এলইডি টিভি ও ১টি মোবাইলসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, প্রবাসী ছোট ভাই রমজান উপলক্ষ্যে যাকাত দিতে টাকা পাঠিয়েছিল। এছাড়া বিয়ের স্মৃতি হিসেবে স্ত্রীর স্বর্ণের চেইন ও আংটিসহ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী ওই ট্রাংকে রাখা ছিল।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিআরইউ