বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৮:৫৬ পিএম
বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের গণ ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালের বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নে ইসলামী আন্দোলনের উদ্যোগে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৮ মার্চ) শ্যামপুর কারিমিয়া হাশেমিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন রঙ্গশ্রী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আঃ কুদ্দুস ইলিয়াছের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা কাওছার আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল মহানগরের সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দিন ডাকুয়া।

এছাড়াও ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের পূর্বে ইসলামী আন্দোলন রঙ্গশ্রী ইউনিয়ন কমিটিতে মাওলানা আব্দুল কুদ্দুস ইলিয়াছকে সভাপতি, হাফেজ মাওলানা কাওছার আহমেদকে সেক্রেটারী, ইসলামী যুব আন্দোলনে মাওলানা রাশিদুল ইসলামকে সভাপতি, মাইনুল ইসলাম সোহেলকে সেক্রেটারী এবং ইসলামী ছাত্র আন্দোলনে আব্দুল্লাহ সজলকে সভাপতি, শাহজালালকে সেক্রেটারি করে ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

আরএস