নান্দাইলে প্রতিপক্ষের কিলঘুষিতে আব্দুল মোমেন (৬৫) নামে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দপ্তরি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমেম একই গ্রামের মৃত মোখলেস আলীর ছেলে। তিনি নান্দাইল রোডস্থ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন।
নান্দাইল মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মোমেনের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই সবুজ ও আজিম মিয়ার বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে যাওয়ার রাস্তা নেওয়া নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ঘটনার সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার একপর্যায়ে প্রতিপক্ষের কিলঘুষিতে আব্দুল মোমেন নিহত হন।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআরইউ