বাগাতিপাড়ায় যাত্রী সেজে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৪:৪৩ পিএম
বাগাতিপাড়ায় যাত্রী সেজে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই

নাটোরের বাগাতিপাড়ায় যাত্রী সেজে মকবুল হোসেন নামের এক ভ্যান চালকের ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার মৃত আবেদ আলী সরকারের ছেলে। খবর পেয়ে ভ্যানটি উদ্ধারে কাজ শুরু করেছে থানা পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী ভ্যান চালক মকবুল হোসেন জানান, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার মালঞ্চি বাজার রেল গেট এলাকা থেকে অপরিচিত দুইজন যুবক যাত্রী সেজে দয়ারামপুর বাজারে যাবে বলে মকবুল হোসেনের ভ্যান ৬০ টাকায় ভাড়া করে। পথিমধ্যে মুরাদপুর-চিমনাপুর কবরস্থান এলাকায় পৌঁছালে ওই দুই যুবক প্রস্রাব করবে বলে ভ্যানচালককে থামতে বলে।

এসময় মকবুল তার ভ্যান গাড়িটি থামালে দুই যাত্রী তাকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে যদি না যায় তাহলে তাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এতে ভীত হয়ে ভ্যান চালক মকবুল হোসেন প্রাণের ভয়ে ভ্যান রেখে পালিয়ে আসে এবং স্থানীয়দের ও থানা পুলিশকে খবর দেয়।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে যান। ছিনতাইকারীদের শনাক্তের জন্য তারা মালঞ্চি বাজার এলাকার এবং ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছেন। সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে ওই ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে  সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওসি রফিকুল ইসলাম।

বিআরইউ