ভাঙা-বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৯, ২০২৫, ০৭:৫৯ পিএম
ভাঙা-বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

“সড়ক হোক শান্তির যাত্রা” শ্লোগানে ভাঙা-বরিশাল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে সম্মিলিত গৌরনদীবাসীর আয়োজনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আহ্বায়ক যুবদল নেতা তরিকুল ইসলাম কাফীর সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী প্রেস ক্লাবের প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপনসহ অন্যান্যরা।

বক্তারা ভাঙা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির চিত্র তুলে ধরে অবিলম্বে মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের জোর দাবি জানান।

তারা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন না করা হয়, তবে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন।

ইএইচ