নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে (৩৫) রংপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর মহানগরের জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবি পুলিশের ওসি মোজাফফর হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে রংপুরের জাহাজ কোম্পানি মোড় এলাকা থেকে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে কুড়িগ্রামে নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত সাদ্দামের বিরুদ্ধে আশিক হত্যা মামলা, টেন্ডার সংক্রান্ত অনিয়মসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মোজাফফর হোসেন বলেন, "কুড়িগ্রাম থানার একাধিক মামলায় অভিযুক্ত সাদ্দাম হোসেনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে।"
ইএইচ