সাতকানিয়ায় মাটি কাটায় লাখ টাকা দণ্ড

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৭:১০ পিএম
সাতকানিয়ায় মাটি কাটায় লাখ টাকা দণ্ড

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় অবস্থিত এইচ এ বি ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

অভিযান চলাকালে মাটি কাটার মাধ্যমে ব্রিক ফিল্ডে মজুত করে ইট প্রস্তুত করার বিষয়টি প্রমাণিত হলে ব্রিক ফিল্ডের ম্যানেজার মোহাম্মদ তানিমকে (৩৮) এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তানিম চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের আইয়ুব আলীর পুত্র।

অভিযানের খবর পেয়ে পার্শ্ববর্তী ব্রিক ফিল্ডগুলোর কর্তারা অফিস বন্ধ করে সরে পড়ে।

অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ, আনসার সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

ইএইচ