কুড়িগ্রামের পাঁচগাছীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: মার্চ ২০, ২০২৫, ০৮:৩২ পিএম
কুড়িগ্রামের পাঁচগাছীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পাঁচগাছী বাজার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

পাঁচগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরজামান হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়োকোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতারের আগে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মমিনুল ইসলাম।

ইএইচ